টোকিও, (৮ অক্টোবর) :
প্রবাসীদের জন্য সিটিজেন রেজিস্ট্রেশনের আপগ্রেডেড সংস্করণ চালু করেছে
টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস। আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নাগরিকদের তথ্য
সংরক্ষণের উন্নত ও আধুনিক সংস্করণটি উদ্বোধন করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের
রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ।
রাষ্ট্রদূত বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ
নতুন এই সিস্টেমটি আধুনিক প্রযুক্তিতে তৈরী, ব্যবহারকারীদের জন্য সহজ ও
যুগোপযোগী। এটি ব্যবহারের ফলে দূতাবাস জাপান প্রবাসীদের সঠিক ও হালনাগাদ তথ্য
পাবে; যা ডাটাবেস আকারে সংরক্ষণ করতে পারবে এবং ভবিষ্যতে সরকারি সেবা প্রদানে
ব্যবহার করা হবে। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, মহামারি ও বিপদে প্রবাসীদের সাথে
যোগাযোগ করা ও তাঁদের কাছে দূতাবাসের সেবা প্রদান সহজতর হবে।
রাষ্ট্রদূত জাপান প্রবাসী সকল বাংলাদেশি নাগরিককে দূতাবাসের ওয়েবসাইট
ব্যবহার করে তাঁদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করেন।
এ সময় দুতাবসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Home আন্তর্জাতিক প্রবাসীদের জন্য সিটিজেন রেজিস্ট্রেশনের আপগ্রেডেড সংস্করণ চালু করেছে টোকিও বাংলাদেশ দূতাবাস