ঢাকা, ১৬ আষাঢ় ( ৩০জুন) :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অধীন সংস্থাসমূহের
মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিব ড.
আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর ও সংস্থাসমূহের
সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিতে স্বাক্ষর করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ
হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক মোঃ শহিদুল
আলম এবং বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) এর
ব্যবস্থাপনা পরিচালক মো. বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রবাসীদের কল্যাণে দক্ষতা,
সততা ও নিষ্ঠার সাথে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। বঙ্গবন্ধু ও
মুক্তিযুদ্ধের শহিদদের সম্মানে দেশের জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে।
Home অর্থ ও বানিজ্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অধীন সংস্থাসমূহের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন...