ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ) :

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সাথে আজ তার দফতরে
ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সিরায়া আলী আল-কাহতানি সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, বাংলাদেশ ও কাতার ভ্রাতৃপ্রতিম দেশ। দু’দেশের মধ্যে
সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের কর্মীরা অত্যন্ত পরিশ্রমী এবং সারাবিশ্বেই তারা দক্ষতা ও সুনামের সাথে কাজ করছে। আরো অধিক কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য তিনি রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রদূত জানান, কাতার বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের ক্ষেত্রে প্রাধান্য দিয়ে
থাকে। বর্তমানে কাতারে ৪ লাখের মতো বাংলাদেশি কর্মী সুনামের সাথে কাজ করছেন। কর্মীদের
অধিকার রক্ষায় কাতার সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)’র মহাপরিচালক মোঃ শহিদুল আলম
এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল কাদের এ সময় উপস্থিত ছিলেন।