ঢাকা, ১৮ ফাল্গুন (৩ মার্চ) :
করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস
আগামী ২০ মার্চ থেকে শুরু হচ্ছে।
করোনা সংক্রমণ কমে আসায় গত বছর ১২ সেপ্টেম্বর সকল শিক্ষা প্রতিষ্ঠান সীমিত
পরিসরে খুললেও প্রাক-প্রাথমিক খোলা হয়নি। এরপর সংক্রমণ বেড়ে যাওয়ায় পুনরায় ২০২১
সালের জানুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। সংক্রমণ কমে যাওয়ায় ২ মার্চ
থেকেূদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের
পাঠদান শুরু হয়েছে। আগামী ২০ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদেরও ক্লাসে
ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।