ঢাকা, ২৬ কার্তিক (১১ নভেম্বর):

বিক্ষিপ্ত কিছু সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, ভোট বর্জন ও ছয়জনের প্রাণহানির মধ্য দিয়ে শেষ হয়েছে ৮৩৮টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ।

বৃহস্পতিবার সকাল আটটা থেকে এসব ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকাল চারটা পর্যন্ত। এসব ইউনিয়নের মধ্যে ২৬টিতে ভোট নেওয়া হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। এর মধ্যে সহিংসতার জেরে কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিতেরও খবর এসেছে।

সকাল থেকে ভোটকে কেন্দ্র করে সহিংসতায় চার জেলায় ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নরসিংদী বেশি তিনজনের প্রাণ গেছে। আহত হয়েছেন কয়েকজন। এছাড়া কক্সবাজারে সহিংসতায় একজন, কুমিল্লায় সংঘর্ষের সময় গুলিতে একজন এবং চট্টগ্রামের ফটিকছড়িতে লেলাং ইউনিয়নে দুই মেম্বার পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

জানা গেছে, ৮৪৮টি ইউপির তফসিল ঘোষণা নেওয়া হয় ৮৩৮ ইউপিতে। চারটি ইউপির ভোট স্থগিত করা হয়েছে। একটির ভোট বাতিল করা হয়েছে। আর পাঁচটিতে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।