প্রাথমিক শিক্ষার উন্নয়নে বাংলাদেশকে ৩.২৪ মিলিয়ন ডলার অনুদান দেবে জাপান
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
কর্তৃক বাস্তবায়নাধীন Fourth Primary Education Development Programme (PEDP-4)
শীর্ষক কর্মসূচির Year-5 এর জন্য জাপান সরকার বাংলাদেশ সরকারকে ৫০০
মিলিয়ন জাপানিজ ইয়েন (আনুমানিক ৩৮ দশমিক ৬৩ কোটি টাকা বা ৩ দশমিক ২৪
মিলিয়ন ইউএস ডলার) অনুদান সহায়তা প্রদান করবে।
গত ১৯ ডিসেম্বর এ বিষয়ে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে ‘বিনিময় নোট'
ও ‘অনুদান চুক্তি’ স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক
বিভাগের সচিব মোঃ শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী এবং জাপান সরকারের পক্ষে
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত IWAMA Kiminori ‘বিনিময় নোট’ ও ঢাকায়
নিযুক্ত জাইকা'র চিফ রিপ্রেজেন্টেটিভ ICHIGUCHI Tomohide ‘অনুদান চুক্তি’
স্বাক্ষর করেন।
PEDP-4’ শীর্ষক কর্মসূচিটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জুলাই ২০১৮
থেকে জুন ২০২৫ মেয়াদে বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে কর্মসূচির জন্য গত চার
বছরে জাপান সরকার মোট ২০০০ মিলিয়ন জাপানিজ ইয়েন অনুদান সহায়তা প্রদান
করেছে। ৫ম বছরের জন্য জাপান সরকার কর্তৃক প্রদত্ত অনুদান সহায়তা আর্থিক ও
বাজেট ব্যবস্থাপনা এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাদার উন্নয়নের কাজে ব্যবহৃত
হবে।
দ্বিপাক্ষিক পর্যায়ে জাপান বাংলাদেশের একক বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ।
স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত জাপান সরকার ৩২ দশমিক ৬১ বিলিয়ন ইউএস
ডলারের প্রতিশ্রুতি প্রদান করেছে। বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে জাপান
গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। নমনীয় ঋণ ছাড়াও জাপান বিভিন্ন প্রকল্পে অনুদান
ও কারিগরি সহায়তা প্রদান করছে, যার মধ্যে মানবসম্পদ উন্নয়ন, আর্থসামাজিক
উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষা বিশেষভাবে উল্লেখযোগ্য।