২৩ আষাঢ় (০৭ জুলাই ২০২২) :
দেশে করোনাকাল শুরু হওয়ার পর থেকে অনেকের মতো বিদ্যা সিনহা মিমও চুপসে গিয়েছিলেন। দীর্ঘ সময় কর্মহীনও ছিলেন। তবে করোনার জটিলতা কাটিয়ে শোবিজ স্বাভাবিক অবস্থায় আসার পর থেকে মিমও কর্মব্যস্ত হয়ে উঠেছেন। রোজার ঈদে ছোট পর্দায় নতুন কাজ নিয়ে হাজির হয়েছিলেন। সেই ধারাবাহিকতায় কুরবানির ঈদেও তাকে টিভিতে দেখা যাবে। তবে এসবের চেয়েও বড় খবর হলো প্রায় তিন বছর পর তার অভিনীত নতুন সিনেমা মুক্তি পাচ্ছে।
এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রায়হান রাফি পরিচালিত ‘পারন’ নামের সিনেমাটি। এতে অভিনয় করেছেন মিম। বলা যায় তাকে ঘিরেই সিনেমাটির গল্প এগিয়েছে। গত কিছুদিন থেকেই এ সিনেমার প্রচারণার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী। এ প্রসঙ্গে মিম বলেন, ‘অনেক আগে এ সিনেমার কাজ করেছিলাম। এতে আমি গ্রামের এক কিশোরীর চরিত্রে অভিনয় করেছি।
এ সিনেমায় আমাকে একবারেই নতুন লুকে দেখা যাবে। তাই আমি সিনেমাটির সফলতা নিয়ে আশাবাদী।’ এদিকে আগামী ঈদে টিভি পর্দাতেও সরব থাকবেন তিনি। এরই মধ্যে চারটি ফিচার ফিল্মে অভিনয় করেছেন। এগুলো হলো সঞ্জয় সমাদ্দারের ‘মনের মানুষ’, ভিকি জাহেদের ‘কার্নিশ’, ‘ মিরাজের ‘ রিস্ক লাভ’ এবং জামাল মল্লিকের ‘চেহারা’।