ঢাকা, ১৮ মাঘ (১ ফেব্রুয়ারি):
অমর একুশে বইমেলা ২০২৩-এ স্বতন্ত্র স্টলে বই, বুকলেট ও আলোকচিত্র নিয়ে
অংশগ্রহণ করছে তথ্য অধিদফতর। প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়ার উদ্যোগ ও
দিকনির্দেশনায় অধিদফতর প্রথমবারের মতো এ বইমেলায় অংশগ্রহণ করছে। মেলায়
অধিদফতরের স্টল নম্বর ৭৭৬, যা বাংলা একাডেমি ক্যাম্পাসের মধ্যে বর্ধমান হলের পাশে
পুকুর পাড়ে স্থাপিত হয়েছে।
বইমেলায় তথ্য অধিদফতরের স্টলে প্রদর্শনের জন্য যেসব বই থাকবে সেগুলোর
অন্যতম হলো ‘অনশ্বর বঙ্গবন্ধু’, ‘মুজিববর্ষে বঙ্গবন্ধু’, ‘সমৃদ্ধির সোপানে স্বদেশ’,
‘সংবাদপত্রে পদ্মাসেতু’, ‘মা ও শিশু’ (ফিচার সংকলন) এবং পিআইডি টেলিফোন গাইড। মেলা
চলাকালে প্রকাশিত হবে আরো তিনটি বই; এগুলো হলো ‘উন্নয়নের নব দিগন্ত’, ‘বিজয়ের
কথা বলবো’ ও ‘গন্তব্য স্মার্ট বাংলাদেশ’। থাকবে ‘প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা,
২০২২’ এবং ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা, ২০১৭’ এর ওপর বুকলেট। এসব বই ও
বুকলেটের বেশির ভাগই প্রদর্শনের পাশাপাশি বিক্রয়ও করা হবে। এছাড়া বিনামূল্যে বিতরণ
করা হবে তথ্য অধিদফতরের পরিচিতিমূলক ফোল্ডার।
স্টলে প্রদর্শিত হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের
ওপর ছবি, যার মধ্যে রয়েছে সংবাদপত্রে বঙ্গবন্ধুর ছবি, বঙ্গবন্ধুর পারিবারিক ছবি,
বঙ্গবন্ধুর রাজনীতির ছবি, বঙ্গবন্ধুর বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ ও
পরিদর্শনের ছবি। এছাড়া পদ্মাসেতুর ওপর আলোকচিত্র এবং অন্যান্য মেগাপ্রকল্প ও
গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকাণ্ডের ওপর আলোকচিত্র প্রদর্শিত হবে।
অধিদফতরের বিভিন্ন প্রকাশনার লেখক, সাহিত্যানুরাগী, উন্নয়ন গবেষক, ইতিহাস-
ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের গবেষক এবং কর্মকর্তাবৃন্দসহ সর্বসাধারণকে স্টল পরিদর্শনের
জন্য তথ্য অধিদফতরের পক্ষ থেকে আমন্ত্রণ ও অনুরোধ জানানো হয়েছে।