বেলাবো (নরসিংদী), ৩০ শ্রাবণ (১৪ আগস্ট):
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আজীবনের
লালিত স্বপ্ন বাস্তবায়নে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস
প্রতিরোধে গ্রামে গ্রামে কমিটি করে দিয়েছে। করোনা মহামারি রোধে সবাইকে ঐক্যবদ্ধ
হয়ে কাজ করতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মানুষের সুখ-দুঃখের সাথী হতে হবে।
করোনা ভাইরাস মহামারি প্রতিরোধে প্রধানমন্ত্রী সারা দেশে গণটিকার ব্যবস্থা করেছে।
হাসপাতাল ও হাসপাতালের বেড সংখ্যা বৃদ্ধি করেছে। এছাড়া প্রতিটি হাসপাতালে সেন্ট্রাল
অক্সিজেনের ব্যবস্থা করেছে। সকলের সহযোগিতা থাকলে বেলাবোর উন্নয়ন কাজ থেমে
থাকবে না। তিনি বলেন, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সরকারের উন্নয়ন কার্যক্রমকে
গ্রাম, ইউনিয়ন ও উপজেলার প্রতিটি কোণায় কোণায় পৌঁছে দিতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীতে ১৫ই
আগস্ট জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে নরসিংদীর বোলাবো উপজেলা পরিষদ
অডিটোরিয়ামে গরিব ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্যে মন্ত্রী আজ এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, করোনা মহামারিতে সরকার নির্দেশিত বিধি-নিষেধ মানতে হবে এবং
মাস্ক পড়তে হবে। সরকারের গণটিকা কার্যক্রমকে সফল ও করোনা ভাইরাস প্রতিরোধ
করতে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীদের এগিয়ে আসার
আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ গোলাম
ইয়াহিয়া, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এ বি এম রুহুল
আজাদ প্রমুখ।
বেলাবো উপজেলা প্রশাসন আয়োজিত এবং শিল্প মন্ত্রণালয় ও প্রেরণা
ফাউন্ডেশনের সহযোগিতায় প্রায় ৪০০ জন গরিব ও দুস্থদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ
করা হয়।