নীলফামারী, ৭ কার্তিক (২৩ অক্টোবর) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান গতকাল (২২
অক্টোবর) বন্যা উপদ্রুত রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট এবং নীলফামারী জেলাসমূহ
পরিদর্শন করেছেন ।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী নীলফামারী জেলা প্রশাসন আয়োজিত সাম্প্রতিক
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য করণীয় সম্পর্কে এক মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের
জন্য করণীয় সবকিছুই করবে সরকার। তিনি উল্লেখ করেন, সম্প্রতি বন্যায়
ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে ৩৬ লাখ নগদ টাকা এবং শুকনো
ও অন্যান্য খাবারের ৪ হাজার প্যাকেট বরাদ্দ দিয়েছে সরকার। রংপুর, নীলফামারী,
কুড়িগ্রাম ও লালমনিরহাটে ৪টি জেলার প্রতিটির জন্য নগদ ৫ লাখ করে ২০ লাখ টাকা, গো
খাদ্য ক্রয় বাবদ ২ লাখ করে ৮ লাখ টাকা, শিশু খাদ্য ক্রয় বাবদ ২ লাখ করে ৮ লাখ
টাকাসহ মোট ৩৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে । এছাড়াও প্রতিটি জেলার জন্য এক হাজার
করে মোট চার হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেয়া হয়েছে । প্রয়োজনে
আরো বরাদ্দ দেয়া হবে বলে প্রতিমন্ত্রী সভায় উল্লেখ করেন ।