বরগুনায় সড়কে গাছ ফেলে বাস, ট্রাক ও মোটরসাইকেলে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা যাত্রীদের মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।
সোমবার (২৪ মার্চ) দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে বরগুনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের গলাচিপা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা থেকে বরগুনাগামী ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ইমরান পরিবহনের চালক বলেন, ডাকাতরা গলাচিপা নামক স্থানে মহাসড়কে ওপর গাছ ফেলে প্রথমে পণ্যবাহী একটি ট্রাক ডাকাতি করে, পরে ১২-১৫ জনের ডাকাতদল আমাদের বাসের ভেতর ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে যাত্রীদের নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ডাকাতের কবলে পড়া ভুক্তভোগী মোটরবাইক ড্রাইভার জলফু বলেন, ডাকাতরা আমার গলার ওপর রামদা ধরে নগদ টাকা নিয়ে যায়। কিছু সময় পর পুলিশ আসতেছে এমন খবর পেয়ে ডাকাতরা সড়কের বাম ও ডান পাশ দিয়ে মাঠে চলে যায়।
ডাকাতের কবলে পড়া হেমায়েত উদ্দিন বিশ্বাস নামে এক যাত্রী বলেন, আব্দুল্লাহপুর থেকে ছেড়ে আসা বরগুনাগামী বাসটি বরগুনার গলাচিপা এলাকায় পৌঁছলে ডাকাতের কবলে পড়ে। ডাকাতরা রাস্তায় গাছ ফেলে তিনটি বাসের গতিরোধ করে। পরে ইমরান পরিবহনের বাসটিতে হামলা চালায় সশস্ত্র ডাকাতরা। যাত্রীদের নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় তারা।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ডাকাতের কবলে পড়া বাসটি যাত্রীসহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।