বরিশাল, ২ আষাঢ় (১৬ জুন) :

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক
আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেছেন, সৌদি অর্থায়নে বরিশাল শের-ই বাংলা মেডিকেল
কলেজে পূর্ণাঙ্গ বার্ন ইউনিট ও মানসিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন প্রকল্প
গ্রহণসহ ব্যাপক আধুনিকায়ন করা হবে।

আবুল হাসানাত আবদুল্লাহ্ আজ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ
হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রতিষ্ঠানটির সার্বিক কর্মকাণ্ড নিয়ে
মতবিনিময়কালে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

এসময় সংসদ সদস্য নাসরিন জাহান রত্না, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা.
এইচএম সাইফুল ইসলাম ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার উপস্থিত ছিলেন।
আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, চিকিৎসা মানুষের অন্যতম মৌলিক অধিকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অন্যতম বড় অর্জন হলো সাফল্যের সাথে
কোভিড-১৯ নিয়ন্ত্রণ করা। তিনি করোনাকালীন সময়ে দক্ষিণাঞ্চলের মানুষের
স্বাস্থ্যসেবায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের
অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্বীকার করেন। তিনি প্রতিষ্ঠানটির সেবার মান আরো
সম্প্রসারণ ও গণমুখী করার পরামর্শ দেন এবং প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে
সম্ভাব্য সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন।