ঢাকা, ৬ শ্রাবণ (২১ জুলাই) :
ইদুল আজহা উপলক্ষ্যে ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে মাঠে
নেমেছে ঢাকার দুই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। এছাড়া বর্জ্য অপসারণ
কার্যক্রম সচিত্র তদারকির জন্য পৃথক দুটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা
হয়েছে।
কর্পোরেশনের আওতাধীন যেকোনো নাগরিক তার নিজ এলাকায় সৃষ্ট বর্জ্য
সম্পর্কিত তথ্য প্রেরণ বা পশুর বর্জ্য অপসারণ সম্পর্কিত সমস্যা নিরসনে দক্ষিণ সিটি
কর্পোরেশনে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ নম্বরে ফোন করে জানাতে
পারবেন। দক্ষিণ সিটি কর্পোরেশনে ৯০টি খোলা ট্রাক, ৫৩টি কম্পেক্টর, ১২টি পানির গাড়ি,
১০২টি ডাম্প ট্রাক, ১৪টি পে-লোডার, ৮১টি কন্টেইনার ক্যারিয়ার, ৯টি টায়ার ডোজার, ২টি
ট্রেইলার, ৯টি স্কিড লোডারসহ প্রায় পৌনে ৪০০ যান-যন্ত্রপাতি মাঠ পর্যায়ে বর্জ্য
অপসারণ কার্যক্রমে নিযুক্ত রয়েছে।
এছাড়া, দক্ষিণে নিয়মিত ৫ হাজার কর্মীর পাশাপাশি অতিরিক্ত আরো ৫ হাজার কর্মী
কোরবানির পশুর বর্জ্য অপসারণে নিযুক্ত রয়েছেন। পরিবেশ সুরক্ষা ও দুষণমুক্ত রাখার
লক্ষ্যে প্রায় ৩০ টন ব্লিচিং পাউডার ও এক হাজার ৮০০ লিটার তরল জীবাণুনাশক ছিটানো
হচ্ছে। পাশাপাশি ইদ উপলক্ষে ইতোমধ্যে প্রতি কাউন্সিলরকে এক হাজার করে এবং
আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদেরকে এক হাজার ৫০০টি পরিবেশবান্ধব থলে প্রদান করা
হয়েছে। এসব থলে যারা কোরবানি করবেন তাদের মাঝে বিতরণ করা হচ্ছে। কোরবানির পশুর
বর্জ্য সেসব থলের মধ্যে ভরে তা নির্ধারিত সময়ের মধ্যে করপোরেশনের নির্ধারিত
ব্যক্তিবর্গের কাছে হস্তান্তর করবেন।
অন্যদিকে কোরবানীর পশুর বর্জ্য অপসারণে উত্তর সিটি কর্পোরেশন গুলশানের
নগর ভবনে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বরগুলো হলো-
০২৫৮৮১৪২২০, ০৯৬০২২২২৩৩৩ এবং ০৯৬০২২২২৩৩৪। বিশেষ পরিচ্ছন্নতা
কার্যক্রমের আওতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কোরবানীর পশুর বর্জ্য অপসারণ
কাজে সর্বমোট ১১ হাজার ৫০৮ জন কর্মী নিয়োজিত রয়েছে। কোরবানীর পশুর বর্জ্য দ্বারা
যাতে উত্তর সিটির কোথাও অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি না হয় সেজন্য নগরবাসীর মাঝে

যথাসময়ে ৬ লক্ষ ৫০ হাজার বর্জ্য ব্যাগ, ৫০ মেট্রিক টন ব্লিচিং পাউডার এবং ৫ লিটার
আয়তনের ১ হাজার ৫ ক্যান স্যাভলন বিতরণ করা হয়েছে।
কন্ট্রোল রুমের নম্বরগুলো ছাড়াও “সবার ঢাকা” মোবাইল অ্যাপস ব্যবহার করেও যে
কোন নাগরিক কোরবানীর পশুর বর্জ্য সংক্রান্ত তথ্য দিলে দ্রুততম সময়ের মধ্যে সেই
বর্জ্য অপসারণ করা হবে।