দেশের ক্রীড়াঙ্গনকে কখনোই আর রাজনীতি করণ করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ফুটবলার আমিনুল হক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই নির্দেশনা বলে জানিয়েছেন তিনি।
(আজ ৮ ফেব্রুয়ারি শনিবার ) উত্তরা তিন নং সেক্টর ফ্রেন্ডস ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত, জিয়া আন্ত: থানা ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ক্রীড়া মন্ত্রণালয়ের রঞ্জেরঞ্জে ঘাপটি মেরে বসে আছে আওয়ামী লীগের ধুসরেরা, এই দেশে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার যে নীল নকশা তৈরি করা হচ্ছে, তাদের এই নীল নকশা বাস্তবায়ন করতে দেয়া হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান তার বক্তব্যে বলেন, এই মাঠে আজ থেকে ফ্যাসিস্ট এর প্রবেশ নিষেধ বলে ঘোষণা করেন। এসময় তিনি আরো বলেন, গত ১৬টি বছর আওয়ামী ফ্যাসিস্ট এই খেলার মাঠটি কে নিজেদের পৈত্রিক সম্পত্তি মনে করে যেভাবে ব্যবহার করেছে ভবিষ্যতে তাদের আর সেই সুযোগ দেয়া হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। তুরাগ থানা বনাম বিমানবন্দর থানা বিএনপি’র মধ্যকার সমাপনী ফুটবল খেলায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্টে পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আক্তার হোসেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সমন্বয়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোঃ জাহেদ পারভেজ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন, সাবেক ছাত্রনেতা ও বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন সহ বৃহত্তর উত্তরা তথা ঢাকা ১৮ আসনের সাতটি থানা বিএনপি ওঅঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খেলায় উপস্থিত ছিলেন, বিমানবন্দর থানা কে ১-০ গোলে পরাজিত করে তুরাগ থানা, খেলায় নয় নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় অয়নকে রানার্স আপ ঘোষণা করা হয়। খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি ফুটবলার আমিনুল হক।

তারিখ: ০৮/০২/২০২৫ ইং