ঢাকা, ১৪ কার্তিক (৩০ অক্টোবর):

বাংলাদেশ কমিউনিটিকে দেশের উন্নয়নে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন সংযুক্ত
আরব আমিরাত সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

প্রবাসীদের জন্য সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার
প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণে দৃঢ় প্রতিজ্ঞ। এরই অংশ হিসেবে সরকার
বাংলাদেশি কারিকুলামে শিক্ষা প্রসারের লক্ষ্যে প্রবাসী সন্তানদের জন্য ওয়েজ আর্নার্স
কল্যাণ বোর্ড এর অর্থায়নে প্রবাসে স্কুল প্রতিষ্ঠা করেছে এবং বিভিন্ন উদ্যোগ
বাস্তবায়নাধীন রয়েছে।

মন্ত্রী সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা প্রদেশে বাংলাদেশ সমিতি
আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।
সভায় বাংলাদেশি কর্মী ও ব্যবসায়ীগণ মন্ত্রীর কাছে তাদের বিভিন্ন বিষয় তুলে
ধরেন এবং রেমিটেন্সে

২ শতাংশ হারে প্রণোদনা প্রদানের জন্য সরকারকে ধন্যবাদ জানান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের
রাষ্ট্রদূত মো: আবু জাফর, কাউন্সিলর ফাতেমা জাহান প্রমুখ।