এথেন্স (গ্রিস), ১৫ সেপ্টেম্বর :
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বাংলাদেশ দূতাবাস এথেন্সে গত ১৩ সেপ্টেম্বর
ইলেকট্রনিক পাসপোর্ট সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় গ্রিসে
নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের
মহাপরিচালক মেজর জেনারেল মোঃ আইয়ুব চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা
সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী এবং পররাষ্ট্র
মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনসুলার ও কল্যাণ) কাজি রাসেল পারভেজ উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানের পর স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রদূত ও অন্যান্য অতিথিসহ
দূতাবাসের কনসুলার শাখায় নবস্থাপিত ইলেকট্রনিক পাসপোর্ট সিস্টেম পরিদর্শন করেন
এবং দূতাবাসের প্রথম ইলেকট্রনিক পাসপোর্টের আবেদনের এনরোলমেনট অবলোকন
করেন। এরপর তিনি উপস্থিত অতিথিদের সামনে প্রথম দুইজন ইলেকট্রনিক পাসপোর্ট
আবেদনকারীর কাছে তাদের রিসিপ্ট হস্তান্তর করে ইলেকট্রনিক পাসপোর্ট কার্যক্রমের
আনুষ্ঠানিক সূচনা করেন। এ সময় তিনি বহুল প্রতিক্ষিত ই-পাসপোর্টের একটি মোবাইল
ইউনিটের চাবি রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেন।
ই-পাসপোর্টের একটি মোবাইল ইউনিট প্রাপ্তির ফলে গ্রিসের দূরবর্তী দ্বীপাঞ্চল,
মাল্টা ও আলবেনিয়ায় বসবাসরত বাংলাদেশিরা এথেন্সে না এসেই সেই সব জায়গায় দূতাবাস
পরিচালিত কনসুলার ক্যাম্পে ভ্রাম্যমাণ ইউনিটের মাধ্যমে ই-পাসপোর্টের জন্য আবেদন
করতে পারবেন।