০৪ নভেম্বর ২০২২
সিউলে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ০৪ নভেম্বর ২০২২ তারিখ যথাযোগ্য
মর্যাদায় ‘জাতীয় সংবিধান দিবস’ পালন করা হয়। এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীগণ ও
দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
‘জাতীয় সংবিধান দিবস’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাবৃন্দ
মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন। অতঃপর, ‘জাতীয় সংবিধান
দিবস’-এর তাৎপর্যের উপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রদূত জনাব
দেলওয়ার হোসেন ও দূতাবাসের কর্মকর্তাগণ আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচকগণ জাতীয় সংবিধান দিবস-এর গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোকপাত করেন
এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয় সংবিধানের মর্যাদা
অক্ষুন্ন রাখতে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।