বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের কোনো অবনতি হয়নি বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা জানান।
সাক্ষাতকারে বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রশ্ন করেন, গণঅভ্যুত্থানের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের একটি অবনতি দেখা গেছে, এখন দুই দেশের সম্পর্ক কোন পর্যায়ে আছে?
মীর সাব্বিরের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক খুবই ভালো। আমাদের সম্পর্কের কোনো অবনতি হয়নি।
আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে। এখনো ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে।
তিনি বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের ওপর নির্ভরশীলতা এত বেশি এবং আমাদের ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ; সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারব না।
তবে মাঝখানে কিছু কিছু মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসেছে অপপ্রচার থেকে। অপপ্রচারের শত্রু কারা সেটা অন্যরা বিচার করবে। কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে।
সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি। তবে মূল সম্পর্কের মধ্যে কোনো ঘাটতি তৈরি হয়নি।
অপর আরেক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ভারত সরকারের সঙ্গে আমাদের সবসময় যোগাযোগ হচ্ছে। তারা এখানে আসছে, আমাদের লোকজন সেখানে যাচ্ছে। প্রাইম মিনিস্টার মোদির সঙ্গে আমার প্রথমেই কথা হয়ে গেছে।