মোঃ সাকিবুল হাসান,কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লায় ২৭ জানুয়ারি কোটবাড়ি, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে শতাধিক প্রধান শিক্ষক নিয়ে দিনব্যাপি বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ, কুমিল্লা জেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা কমিটির সভাপতি জনাব মোঃ আব্দুল মতিন মোল্লা। কাজী মোঃ মনিরুজ্জামান ও মোঃ শফিকুল ইসলামের সঞ্চলতনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, ডাঃ মোঃ তরিকুল ইসলাম চৌধুরী, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ড, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি নৃপেন্দ চন্দ্র দাস, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান বাবুল, কেন্দ্রীয় সহসভাপতি মোঃ শফি উদ্দিন, কেন্দ্রীয় সহ-সভাপতি এস.এম ফেরদৌস হেলাল ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাতক দুলাল চন্দ্র চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। সভায় আরও বক্তব্য রাখেন মোঃ ইদ্রিস মিয়া (লাকসাম), মোঃ শহিদুল্লাহ স্বপন (নাঙলকোট), মোঃ শাহজাহান (মুরাদনগর), মোঃ মমতাজ উদ্দিন (চান্দিনা), মোঃ ওয়াদুদ মিয়াজী (বরুড়া), মোঃ জামাল হোসেন (চৌদ্দগ্রাম), মোঃ নজরুল ইসলাম (সদর দক্ষিণ), বেগম আয়েশা সিদ্দিকা (দেবিদ্বার), মোঃ সেলিম (দাউদকান্দি), মোঃ মুজিবুর রহমান (দেবিদ্বার), ছালেহ আহমেদ ভূঞা (চৌদ্দগ্রাম) এবং স্বাগত বক্তব্য প্রদান করেন মোঃ কামরুল কবির (চান্দিনা) ও প্রতিবেদন পেশ করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা। বক্তারা মাত্র তিন বছর আগে প্রতিষ্ঠিত বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ এর বিভিন্ন কার্যকলাপ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দেশব্যাপি বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের বিভিন্ন সমস্যা তাৎক্ষনিক সমাধানে কেন্দ্রীয় কমিটি সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন। কেন্দ্রীয় নেত্রীবৃন্দ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ পাঁচ দফা দাবী আদায়ে সার্বক্ষণিক সচেষ্ট বলে সভাকে জানান এবং প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধানদের স্কেল বৈষম্য দূর করণে দ্রুত সাফল্য আসবে বলে সবাইকে আশ্বস্ত করেন।
উক্ত অনুষ্ঠানে সার্চ কমিটি কর্তৃক নির্বাচিত জেলা নির্বাচন কমিটি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মোঃ মজিবুর রহমান বাবুল মহোদয়ের নিকট উপস্থাপন করেন। তিনি জনাব মোঃ কামরুল কবিরকে সভাপতি ও জনাব মোঃ গোলাম মোস্তফাকে সাধারণ সম্পাদকসহ ৪১ সদস্য বিশিষ্ট নবগঠিত কুমিল্লা জেলা কমিটি ঘোষণা করেন। এবং উক্ত অনুষ্ঠানের উপস্থিত সকলে করতালির মাধ্যমে উক্ত কমিটির সকলের সম্মতিক্রমে অনুমোদন করেন।
Home শিক্ষা ও সংস্কৃতি বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ, কুমিল্লা জেলার ত্রি-বার্ষিক সম্মেলন ও নতুন...