দোহা, ২ ফাল্গুন (১৫ ফেব্রুয়ারি):

কাতারের ধর্ম বিষয়ক মন্ত্রী ঘানিম শাহীন আল ঘানিমের সাথে গতকাল কাতারে
বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন এর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ হতে আরো
বেশি সংখ্যক ইমাম ও মুয়াজ্জিন নিয়োগের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়নসহ সকল ক্ষেত্রে বাংলাদেশের
অভূতপূর্ব অগ্রগতির কথা তুলে ধরে রাষ্ট্রদূত দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সম্ভাবনাময়
খাতে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত কাতারের শ্রম আইন সংস্কারসহ
বিদেশি কর্মীদের কল্যাণে গৃহীত নানামূখী পদক্ষেপের জন্য কাতার সরকারকে ধন্যবাদ জানান।
আগামী দিনগুলোতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বহুমাত্রিক রূপ নেবে বলে রাষ্ট্রদূত আশাবাদ
ব্যক্ত করেন।

এসময় কাতারের ধর্ম বিষয়ক মন্ত্রী বাংলাদেশি ইমাম ও মুয়াজ্জিনদের ভূয়সী প্রশংসা
করেন। মন্ত্রী আর্থসামাজিক উন্নয়ন এবং বৈশ্বিক বিষয়ে ইতিবাচক ও জোরালো ভূমিকার জন্য
বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন।