২ শ্রাবণ (১৭ জুলাই) :
বর্তমানে মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার তিনি ইসরায়েল থেকে সরাসরি সৌদি আরবে যান। তবে ইসরায়েল থেকে সৌদিতে যাওয়ার আগে পশ্চিম তীরে ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসের সঙ্গেও সাক্ষাৎ করেন জো বাইডেন।
এদিকে, বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেই ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল থেকে সৌদিতে যাওয়ার পরদিন শনিবারই এই হামলা চালানো হয়।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে।
নিজেদের বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মধ্য গাজা উপত্যকায় হামাস সন্ত্রাসী সংগঠনের এক সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে আইডিএফের যুদ্ধবিমানগুলো। বিবৃতিতে দাবি করা হয়, ভূগর্ভস্থ একাধিক কক্ষের সমন্বয়ে তৈরি এই সামরিক ঘাঁটিতে রকেট তৈরির কাঁচামাল ছিল।
গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে দাবি করে আইডিএফ জানায়, রাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে দু’দফা রকেট নিক্ষেপ করা হয়।
আইডিএফ আরও জানায়, চারটি রকেটের একটি মাঝ আকাশে ধ্বংস করে দেওয়া হয়। বাকি তিনটি ফাঁকা জায়গায় গিয়ে পড়ে।