ঢাকা, ৩ শ্রাবণ (১৮ জুলাই) :
আগামী ১০ জিলহজ্জ ১৪৪২ হিজরী, ২১ জুলাই বুধবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাযের জামাআত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাআত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ জামাআত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৮টা, সকাল ৯টা ও সকাল ১০ টায়। পঞ্চম ও সর্বশেষ জামাআত অনুষ্ঠিত হবে সকাল ১০.৪৫-এ।
ইসলামিক ফাউন্ডেশন আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বতর্মান করোনা পরিস্থিতি বিবেচনায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়-এর জারি করা নির্দেশনা অনুসরণপূর্বক যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য মসজিদের খতিব-ইমাম, ধর্মপ্রাণ মুসল্লি ও সংশ্লিষ্ট সকলকে ইসলামিক ফাউন্ডেশন অনুরোধ জানিয়েছে।