চট্টগ্রাম, ১২ ভাদ্র (২৭ আগস্ট) :
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান
মাহ্‌মুদ বলেছেন, 'বিএনপির রাজনীতিটা সম্পূর্ণ মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে। অসত্যের ওপর
রাজনীতি করে বেশি দিন ঠিকে থাকা যায় না, এটি ইতিহাসের শিক্ষা। বিএনপি মিথ্যাচারের
রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারলে হয়তো আজকের অবস্থা থেকে মুক্তি পেতে পারে।'
মন্ত্রী আজ চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে ১৫ ও ২১ আগস্ট নিহতদের
স্মরণে' চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির
বক্তৃতায় একথা বলেন।
'বিএনপির নেতারা ক্রমাগতভাবে বঙ্গবন্ধুর ভূমিকাকে অস্বীকার করে আসছে এবং
একজন খলনায়ককে নায়ক বানানোর অপচেষ্টায় লিপ্ত' উল্লেখ করে ড. হাছান মাহ্‌মুদ
বলেন, 'কারো বিয়ে ও কর্ণছেদন অনুষ্ঠান উপলক্ষ্যেও তারা জিয়াউর রহমানের কবরে যান
কি না সেটাই এখন চিন্তার বিষয়। সেখানে গিয়ে আবার তারা মারামারি করেন।'
ড. হাছান বলেন, চন্দ্রিমা উদ্যানে আসলে জিয়াউর রহমানের লাশ নেই, এই সত্যিটা
গতকাল প্রধানমন্ত্রী বলার পর বিএনপির মির্জা ফখরুল সাহেব তার মহাসচিব পদরক্ষায়
একটা বক্তব্য দিয়েছেন। আমি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মানুষ, রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নে
যেখানে জিয়াকে প্রথম কবর দেয়া হয়েছিল শোনা যায়, সেখানেও কেউ লাশ দেখেনি, একটা
বাক্স দেখেছিল। সেদিনকার প্রত্যক্ষদর্শী বর্তমানে সেই ইউনিয়নের চেয়ারম্যান কুতুব
উদ্দিন, তিনিও লাশ দেখেননি জানিয়েছেন। সেসময়ের আরো অনেকেই জীবিত আছে, তথাকথিত
প্রথম কবরেও জিয়ার লাশ কেউ দেখেনি, এমনকি খালেদা জিয়া, তারেক জিয়া বা বিচারপতি
সাত্তারও না।'
তথ্যমন্ত্রী এসময় ছাত্রলীগের নেতাকর্মীদের রাজনীতির পাশাপাশি ঠিকভাবে
পড়ালেখা চালিয়ে যাবার আহ্বান জানান এবং বলেন, জননেত্রী শেখ হাসিনা লেখাপড়াকে
গুরুত্ব দেন। আর রাজনীতি হচ্ছে দেশ এবং সমাজের উন্নয়নের জন্য একটি ব্রত, সেটি
স্মরণ রেখে যেকোন ত্যাগ স্বীকারে সবসময় প্রস্তুত থাকতে হবে।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপুর
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি
হিসেবে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম,
সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান, স্বজন কুমার তালুকদার, দেবাশীষ পালিত,
জসিম উদ্দিন শাহ, শাহজাহান সিকদার প্রমুখ সভায় বক্তব্য দেন।