নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ন-আহবায়ক আফাজ উদ্দিনের আয়োজনে পুরো রমজান মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে।
উত্তরা পশ্চিম থানা ও ৫১ নং ওয়ার্ড এলাকার ৭ টি স্পটে এই ইফতার সামগ্রী বিতরণ শেষ রমজান পর্যন্ত চলমান থাকবে।
স্পট গুলো হচ্ছে- ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি, ১২/১৩ মোড়, মুক্ত মঞ্চ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজের সামনে, উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে, ময়লার মোড়, লুবানা হাসপাতালের সামনে। এই ৭টি স্থানে প্রতিদিন কয়েক হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় বিএনপি নেতা আফাজ উদ্দিন বলেন, এই ইফতার সামগ্রী বিতরণ এর কার্যক্রম ধারাবাহিক ভাবে ঈদের আগ পর্যন্ত চলমান থাকবে ইনশাআল্লাহ। যারা পথচারী, গরিব, অসহায় মানুষ রয়েছে তাদের ইফতারির খাবার নিশ্চিত করার জন্যই মুলত আমাদের এই মাসব্যাপী কর্মসূচি। বিএনপি জনগণের দল তাই সকল সমস্যায় আমরা জনগণের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।
তিনি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,
এই প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে সকল পর্যায়ের সকল নেতৃবৃন্দ কে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। সকলের কাছে দোয়া চাই যেন ঈদের আগ পর্যন্ত এই কার্যক্রম আমরা সুশৃঙ্খল ভাবে, সততার সাথে পালন করতে পারি এবং আল্লাহ রব্বুল আলামীন এর সন্তুষ্টি অর্জন করতে পারি।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।