ঢাকা, ৫ মাঘ (১৯ জানুয়ারি) :
বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) পরিচালিত অভিযানে টেকনাফের জালিয়ারদ্বীপ
সংলগ্ন নাফ নদী থেকে গতকাল ৪ দশমিক ১৭৫ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ৫০ হাজার পিস
ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। যা এখন পর্যন্ত দেশের সকল আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী
কর্তৃক জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসের সবচেয়ে বড় চালান। যার বাজারমূল্য ২২ কোটি ৩৭ লাখ
৫০ হাজার টাকা। চোরাকারবারীদের শনাক্ত করার জন্য এ ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম
চলমান রয়েছে।
উল্লেখ্য, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-
মিয়ানমার সীমান্তে “DEFENDER OF THE STRATEGIC SOUTH” হিসেবে দায়িত্বপালন করছে।