ঢাকা, ২ ভাদ্র (১৭ আগস্ট) :
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২১ উদ্যাপন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচি
প্রণয়ন সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ
বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সভায় সভাপতিত্ব করেন।
সভায় বিজয় দিবস উপলক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের বিষয়ে
বিস্তারিত আলোচনা হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এ বছরে জাঁকজমকপূর্ণভাবে মহান
বিজয় দিবস উদ্যাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি
বাস্তবায়নে গণমাধ্যমসহ সকলের সহযোগিতা কামনা করা হয়।
সভাপতির বক্তৃতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী
বাঙালি জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাইলফলক। স্বাধীনতাবিরোধী অপশক্তি
যাতে মহান বিজয় দিবস তথা সুবর্ণজয়ন্তীর উৎসব ব্যাহত করতে না পারে সেজন্য সবাইকে
সজাগ দৃষ্টি রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।
সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়াসহ বিভিন্ন মন্ত্রণালয়,
বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।