ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশকে
আলোকিত করার পাশাপাশি বিদ্যুৎ খাতের পেশাজীবীদের মানবিক সহায়তায় এগিয়ে আসতে
হবে। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রকৌশলীরা অসাধারণ অবদান রাখছে। সৃজনশীল
কাজে প্রকৌশলীদের আরো অবদান রাখার সুযোগ রয়েছে।
গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ও নর্থ-ওয়েস্ট পাওয়ার
জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল) এর যৌথ উদ্যোগে আইইবি সদর
দফতরে কাউন্সিল হলে আয়োজিত ‘মানবিক সহায়তা কর্মসূচির আওতায় খাদ্য সামগ্রী
বিতরণ’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনলাইনে প্রধান অতিথির বক্তব্যে এসব
কথা বলেন।
নসরুল হামিদ বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের সুফল পেতে হলে সুপরিকল্পিতভাবে
এগোতে হবে। এখানেও প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আইইবি'র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে
অন্যান্যের মাঝে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড-এর প্রধান নির্বাহী
কর্মকর্তা ইঞ্জিনিয়ার এ এম খোরশেদুল আলম, পাওয়ার সেলের মহাপরিচালক
ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক
সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃআব্দুস সবুর ভার্চুয়ালি সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।