ঢাকা, ১ ভাদ্র (১৬ আগস্ট) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে বাংলাদেশে
নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত Alexander Vikentyevich Mantytskiy আজ
সচিবালয়ে তাঁর অফিস কক্ষে সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট
বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন।
রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জ্বালানি খাতে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে
রাশিয়া খুবই আগ্রহী। পারস্পরিক সম্মতির ভিত্তিতে জ্বালানি খাতের বিভিন্ন ক্ষেত্রে
সহযোগিতা বিস্তৃত করার লক্ষ্যে সমঝোতা স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করে বলেন, এটা
দ্রুত করা হলে উভয় দেশই লাভবান হবে। এ সময় তিনি বলেন, বাংলাদেশের জ্বালানি
নিরাপত্তা ও গভীর সমুদ্রে অনুসন্ধান কার্যক্রমে রাশিয়া অবদান রাখতে পারে।
প্রতিমন্ত্রী রাশিয়াকে পরীক্ষিত বন্ধু অভিহিত করে বলেন, বাংলাদেশের
ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ প্রদানে রাশিয়া সহযোগিতা করতে পারে। অনসোর তেল-গ্যাস
অন্বেষণেও রাশিয়ার অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি। বিদ্যুৎ ও জ্বালানি খাতের
পরিধি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সৃষ্টি হয়েছে নিরাপদ বিনিয়োগের পরিবেশ। তিনি আরো
বলেন, রাশিয়ার সরকারি ও বেসরকারি কোম্পানির বিনিয়োগকে বাংলাদেশে স্বাগত জানানো
হবে।