ওষ্ঠে রাঙা দুঃখ ব্যথা, লক্ষ প্রেমা মন্তরে,
বিশ্ব-নিখিল ভালোবাসায় আগলে রাখি অন্তরে।
ব্যথীর ব্যথা কাঁদুক মনে, করুন হৃদের সন্তরে,
নূত বাণীর প্রেম আলাপন উঠুক জেগে প্রান্তরে।

কোন-সে রানী জাগলো ধ্যানে, পূজার থালার বন্ধনে,
দেবতা তাই উঠলো জেগে, হাজার ফুলের স্পন্দনে।
পুষ্প মালা হৃদয় আমার, পূজবো প্রেমের বাঁধনে,
এমন অর্ঘ্য ঢালবো তারে, বুক পাঁজরের নন্দনে।

সুখ- সায়রে ভেসে বেড়ায়, হাজার ব্যথার মাধুরী,
সকল ব্যথা বক্ষে নিয়ে, বিলাই প্রেমের ফুলঝুড়ি।
প্রেমিক আমি প্রেম প্রেয়সী, বিশ্ব প্রেমিক আমি জানি,
চাতক বুঝে চাতকির প্রেম, বুঝলে না শুধু এই তুমি।

আমার গানের স্বরলিপিতে, সুরে জাগে ত্রি-ভুবন,
সকল গানের তালে-লয়ে, তোমার প্রেমের সুর আলাপন,
মিলন হয় না গানের বাণীর, গোপন প্রেমের মোহনায়,
আত্ম-দানের ব্যথার গীতি, বাঁ-পাঁজরে রক্ত ঝরায়।

দুঃখ দিলে আপন বক্ষে, চিত্ত হৃদ-যন্তরে,
অশ্রুগীতির উদাস ধ্বনি, কান্না হয়ে পড়ে ঝরে।
প্রীতির মালা ছিঁড়লে হাতে, কোন দেবতার ঝঙ্কারে?
অশ্রুজলে এই দেবতায়, কেঁদে কেঁদে মরে।

চলে যাবো বিদায় দিনে, জয়-যাত্রার বাজে ধ্বনি,
হারিয়ে যাবো অস্তপারে, রয়ে যাবে প্রেম-খানি।
বিরহী প্রেমি ব্যথার দানে, নিয়ে গেলাম সুখ সমধুর,
আমার দুঃখে হাসলে তুমি, সেদিন অশ্রু হবে দূর।