বুয়েট ছাত্র আবরার ফাহাদ রাব্বীকে পিটিয়ে হত্যার ঘটনায় তার পরিবারকে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। একইসাথে একটি তদন্ত কমিশন গঠনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।
হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ একজন আইনজীবীর রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেয়।
মন্ত্রিপরিষদ বিভাগকে এ তদন্ত কমিশন গঠনের নির্দেশ দেয়া হয়েছে। একইসাথে আবরার হত্যাকাণ্ডের ঘটনার সময় যে টর্চার হয়েছে সেখানে কার কার ব্যর্থতা ছিল এবং ওই সময় নিরাপত্তা নিশ্চিতে যে ব্যর্থ হয়েছে সেগুলোও খতিয়ে দেখবে তদন্ত কমিশন।
বুয়েটের শের-ই-বাংলা হলে আবরার ফাহাদ রাব্বীকে ২০১৯ সালের ছয়ই অক্টোবর রাতে পিটিয়ে হত্যা করা হয়। ২০২১ সালের আটই ডিসেম্বর এ ঘটনায় ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত।
বিচারিক আদালতের দেয়া ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য হাইকোর্টে বিচারাধীন রয়েছে।