বেনাপোল, ৬ চৈত্র (২০ মার্চ) :
যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম (বার),পিপিএম এর নির্দেশক্রমে মাদক ও চোরাচালান মুক্ত যশোর জেলা গঠনের লক্ষ্যে এএসপি নাভারন সার্কেল ও কামাল হোসেন ভূঁইয়া অফিসার ইনচার্জ বেনাপোল পোর্ট থানা, যশোরের সার্বিক তত্ত্বাবধানে এস আই (নিঃ) মোঃমাসুমবিল্লাহ, এসআই (নিঃ) মোঃ মোস্তাফিজুর রহমান, এসআই(নিঃ) রোকনুজ্জামান, এসআই(নিঃ) মোঃ রফিকুল ইসলাম, সকলেই বেনাপোল পোর্ট থানা, যশোর সহ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বেনাপোল পোর্ট থানা এলাকা হতে জিআর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে ২০ মার্চ দিবাগত রাতে বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করেন
এ সময় জিআর পরোয়ানা ভুক্ত ০৭ (সাত) আসামী ১। মোঃ আবুজার গিফারী (২২), পিতা-মোঃ ওলিয়ার রহমান, সাং-উত্তর বারপোতা, ২। মোঃ মাসুদ (২৪), পিতা-মৃত নুর মোহাম্মদ, সাং-সাদিপুর, ৩। মোঃ আশিকুর রহমান @ সেলিম, পিতা-মাহাতাব আলী ঢালী, সাং-খড়িডাংগা, ৪। মোঃ রাজ খা (২২), পিতা-মোঃ ইলিয়াছ খা, সাং-গাজীপুর, ৫। মোঃ সাইফুল ইসলাম (৩৮), পিতা-মতিয়ার রহমান, সাং-উত্তর বারপোতা, A/P সাং-দৌলতপুর, ৬। মোছাঃ ফেরদৌসী খাতুন (৪৫), স্বামী-মোঃ ওলিয়ার রহমান, সাং-উত্তর বারপোতা, ৭। আয়েশা বেগম (৫৫), স্বামী-মতিয়ার রহমান, সাং-উত্তর বারপোতা, A/P সাং-দৌলতপুর, সর্ব থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর এবং মাদক মামলায় ০২ (দুই) কেজি গাঁজাসহ ৮। মোঃ আতিয়ার রহমান(৩৫), পিতা-মৃত ওসমান গনি, স্থায়ী সাং-রঘুনাথপুর, বর্তমান সাং-মানকিয়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর এবং নিয়মিত মামলায় ৯। মোঃ বাবু (৩০), ১০। মোঃ উজ্জল হোসেন (২৫), উভয় পিতা-মিজাক আলী, সাং-বৃত্তিআচড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরদের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।