বেনাপোল , যশোর , ১১ চৈত্র (২৫ মার্চ) :
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম(বার),পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে মাদক ও চোরাচালান মুক্ত যশোর জেলা গঠনের লক্ষ্যে এএসপি নাভারন সার্কেল ও কামাল হোসেন ভূঁইয়া অফিসার ইনচার্জ বেনাপোল পোর্ট থানা,যশোরের সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ মাসুম বিল্লাহ,এসআই(নিঃ) তৌফিকুর রহমান, বেনাপোল পোর্ট থানা,যশোর সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বেনাপোল পোর্ট থানা এলাকা হতে গত ২৪/০৩/২০২২ খ্রিঃ তারিখ ২১:৪৫ ঘটিকার সময় বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামস্থ ধৃত আসামী শাহিদুল রহমান@ টিটু (৩২) এর বসত ঘর হতে ১৯ (উনিশ) বোতল ফেন্সিডিল সহ ১। শাহিদুল রহমান@ টিটু (৩২),পিতা-রবিউল মিনা,সাং-ভবেরবেড়,থানা-বেনাপোল পোর্ট,জেলা-যশোর এবং অদ্য ২৫/০৩/২০২২ খ্রিঃ তারিখ ০৯:৪৫ ঘটিকার সময় বেনাপোল পোর্ট থানাধীন গাজীপুর গ্রামস্থ বড় মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর হতে ৩৩ (তেত্রিশ) বোতল ফেন্সিডিল সহ মোছাঃ খাদিজা বেগম(৩৭),পিতা-মোঃ আঃ আজিজ @ খোকন,মাতা-আশরাফুন নাহার,স্বামী-মোঃ রফিকুল (সাবেক),স্থায়ী: গ্রাম-খড়িডাঙ্গা (মধ্যপাড়া),বর্তমান:গ্রাম-কাগমা
এই সংক্রান্ত্রে বেনাপোল পোর্ট থানায় দুইটি পৃথক পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।