সবুজ বাংলাদেশ প্রতিনিধি:
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে বিশ্বের
অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। সাধারণ
মানুষের কষ্ট হচ্ছে। অনেক দেশে আমাদের দেশের চেয়েও বেশি মূল্য বেড়েছে। তিনি
বলেন, পরিস্থিতি বিবেচনা করে এ অবস্থা আমাদের সহ্য করতে হচ্ছে। পাশাপাশি
পরিস্থিতি মোকাবিলায় আমাদের সবাইকে দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার পরিস্থিতি মোকাবিলায় সবধরনের
পদক্ষেপ নিয়েছে।
মন্ত্রী আজ রংপুরে দু’দিনের সফরে এসে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের
এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বৈশ্বিক মন্দা পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করে
যাচ্ছে। দেশে এক ইঞ্চি আবাদি জমিও যেন খালি পড়ে না থাকে সে জন্য
প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি করে বৈশ্বিক মন্দা
পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এছাড়া, যে সমস্ত খাতে সরকারি খরচ কমানো যায়,
কাট-ছাট করা যায় কিংবা পিছিয়ে দেওয়া দরকার সেটিও সরকার করে যাচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভোজ্যতেলের দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন,
দেশে ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে কমানো
হয়েছে। ট্যারিফ কমিশন বিশ্ববাজারে তেলের দাম, দেশে ডলারের মূল্য বিবেচনায় এনে
ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দিচ্ছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী অন্যায় সুযোগ
নিয়ে বেশি দামে বিক্রির প্রচেষ্টা চালাচ্ছে। বাজার মনিটরিংয়ের জন্য সারা বছরই
জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কাজ করছে। ভোজ্যতেল নিয়ে কারসাজি করা
অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস
আলী চৌধুরী, রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলনসহ
স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।