সোহরাব হোসেন , গাজীপুর প্রতিনিধি :
আজ শুক্রবার (০৭.০২.২৫) ব্যাপক উৎসাহ উদ্বিপনার মধ্য দিয়ে বিএনপির ৩১ দফার আলোকে কালিয়াকৈর ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত । ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: সেলিম রেজার সভাপতিত্বে সিনিয়র যুগ্ম সম্পাদক মো: সাইদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মী সভা জন সমুদ্রে পরিণত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন জনাব আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল , সাংগঠনিক সম্পাদক , বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মো: সাখাওয়াত হোসেন সবুজ, সাবেক সহ সভাপতি , গাজীপুর জেলা বিএনপি ,জনাব মো: পারভেজ আহমেদ ,,সাধারন সম্পাদক – কালিয়াকৈর উপজেলা বিএনপি , জনাব মো: ডি জে রব্বানী , সভাপতি চাপাইর ইউনিয়ন বিএনপি , জনাব কাজী মোশারফ হোসেন রবিন, সভাপতি মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি , মো: নুরুল আমিন, সভাপতি – সুত্রাপুর ইউনিয়ন বিএনপি , মো: আলী আজম খান, সভাপতি – বোয়ালী ইউনিয়ন বিএনপি , মো: আব্দুল্লাহ আল মামুন , সাধারণ সম্পাদক – আটাবহ ইউনিয়ন বিএনপি , মো: সুরুজ মিয়া , সহ সাংগঠনিক সম্পাদক – কালিয়াকৈর উপজেলা বিএনপি , এ্যাড: মো: রফিকুল ইসলাম , এপিপি, গাজীপুর জর্জ কোট, মো: জাফর ইকবাল জনি, সাধারণ সম্পাদক – গাজীপুর জেলা ছাত্রদল, মো: আতাউর রহমান সরকার , সিনিয়র যুগ্ম সম্পাদক – বোয়ালী ইউনিয়ন বিএনপি , মো: আফজাল কবির কাজল,গ্রন্থাগার সম্পাদক , গাজীপুর ট্যাক্সেস বার, সোহরাব রহমান , সহ সাংগঠনিক সম্পাদক – বোয়ালী ইউনিয়ন বিএনপি , ডা: মো: শাহীন, গাজীপুর জেলা যুবদল,মো: ইসলাম পলক, কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দল। এছাড়াও স্থানীয় যুবদর, ছাতরদল, জিয়া মঞ্চের নেতৃবৃন্দ উপস্থিত থাকেন ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে তার আগাম বার্তা হচ্ছে তারেক রহমানের ৩১ দফা। বিগত পতিত স্বৈরাচারী , অমানবিক , গণহত্যাকারী , গুমখুনের মহারাণী দেশের টাকা লুট কারী শেখ হাসিনাকে দেশের আর চায় না। বাংলাদেশের আগামীর রাষ্ট্র পরিচালনায় যাদের কে পছন্দ করে তারা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সুযোগ্য নেতৃত্ব খালেদা জিয়া এবং তারেক রহমানের দলকে। আগামী নির্বাচনে আমার দল আমাকে আপনাদের সেবার জন্য দলীয় নমিনেশন দিবে সেটা আশা করি। বিগত দিনে যে অন্যায় অত্যাচারের স্বীকার হয়েছি ,কারণ আওয়ামী সরকারের পতনের জন্য সকল আন্দোলন সংগ্রামে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছি এবং ২০১৪ সালে মিছিল পুলিশের গুলির শিকার হয়েছি। আগামী নির্বাচনে আপনাদের সাথে নিয়ে ধানের শীষের বিজয় নিয়ে তারেক রহমানকে গাজীপুর ১ আসন উপহার দিব ইনশাআল্লাহ । আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ আর জনগণের মনে ঠাই নিতে পারবে না , তাদের দূর্নীতি অন্যায় অত্যাচারের ফল হিসাবে ও পাওনা তাদের।
জনাব সবুজ বলেন অত্যাচারী কে আল্লাহ সহ্য করেন না, তার ফল হচ্ছে শেখ হাসিনার পতন।
জনাব পারভেজ আহমেদ বলেন , স্বচ্ছ ও পরিচ্ছন সদালাপী কর্মী বান্দব আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল সাহেবকে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার উদ্বাত্ব আহবান জানান।