রাশিয়ার জ্বালানি তেলের একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের বৃহত্তম সাত অর্থনীতির দেশের জোট জি-৭।
কিভাবে এটি কার্যকর করা হবে এটি পরবর্তীতে জানানো হবে। শুক্রবার জি-৭ জোটের অর্থমন্ত্রীরা বৈঠক শেষে একটি বিবৃতিতে এমনটি জানান।
জি-৭ জোট কারা? কাদের নিয়ে গঠিত?
জি-৭ বা গ্রুপ অব সেভেন গঠিত সাতটি দেশ নিয়ে। সেগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি ও জাপান।
এই দেশগুলো বিশ্বের বেশিরভাগ বাণিজ্যের নিয়ন্ত্রণ করে। ফলে তাদের একটি সিদ্ধান্ত বড় প্রভাব ফেলতে পারে।
তবে গণমাধ্যম বিবিসি জানিয়েছে, জি-৭ জোটের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বের আরও দুই বৃহত্তম অর্থনীতির দেশ হলো চীন ও ভারত। যদি এ দুটি দেশ জি-৭ জোটের সঙ্গে সহযোগিতা না করে তাহলে তাদের এই সিদ্ধান্ত সফল হবে না।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়া ইউক্রেনে হামলা করার পর তাদের জ্বালানি তেল কেনার পরিমাণ অনেক বাড়িয়ে দিয়েছে ভারত ও চীন।
জি-৭ জোটের পক্ষ থেকে বলা হয়েছে তারা বেশ কয়েকটি দেশ ও মিত্রদের সঙ্গে এ বিষয়টি আরোপ করা নিয়ে আলোচনা করে যাচ্ছে।
তারা আরও বলেছে, তারা জ্বালানি তেলের মূল্য বেঁধে দেওয়ার বিষয়টি নিয়ে অনেক দেশকে নিজেদের সঙ্গে আনার চেষ্টা করছে। যেন মূল্য নির্ধারণ করে দেওয়ার যে বিষয়টি নিয়ে তারা ভাবছেন, সেটির কার্যকারিতা বিস্তৃত হয়।
সূত্র: বিবিসি