নিজস্ব প্রতিবেদক: অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে উত্তরা প্রেস ক্লাব। ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ১২ টা ১ মিনিটে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উত্তরা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটি ও সদস্যবৃন্দরা।
উত্তরা প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন, উত্তরা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম কবির, সিনিয়র সদস্য হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক যোবায়ের আহমেদ, দপ্তর সম্পাদক রেজাউর রহমান,প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম একা,সমাজকল্যাণ সম্পাদক রবিউল ইসলাম রাজু, উত্তরা প্রেস ক্লাবের সদস্য আশিক মাহমুদহ অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় উত্তরা প্রেস ক্লাবের পক্ষ থেকে ২৪’র জুলাই-আগস্টে বীর শহীদদের স্মরণ করা হয়।