শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে নেপালে। রোববার সকালে দেশটির রাজধানী কাঠমান্ডু ও পাশ্ববর্তী জেলাগুলো ভূমিকম্পে কেঁপে উঠে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১।
দ্য কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, বাগমতি ও অন্যান্য জেলায়ও কম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
নেপালে ভূমিকম্পের ঘটনা খুবই সাধারণ। কাঠমাণ্ডু পোস্ট বলছে, এখানে তিব্বতি ও ভারতীয় টেকটোনিক প্লেট মিলিত হয়েছে। প্রতি শতাব্দীতে এ দুটি প্লেট একে অপরের দুই মিটার কাছাকাছি অগ্রসর হয়, এতে চাপ সৃষ্টি হলে ভূমিকম্প অনুভূত হয়।
২০১৫ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প ও আফটার শকগুলোতে প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়। সরকারের দুর্যোগ বিষয়ক একটি প্রতিবেদন অনুযায়ী, নেপাল বিশ্বের ১১তম ভূমিকম্পপ্রবণ দেশ।