ঢাকা, ১ লা বৈশাখ (১৪ এপ্রিল) :

নাগরিক ও অংশীজনের মতামতের ভিত্তিতে তাৎক্ষণিক শাস্তির বিধান রেখে ভূমি অপরাধ
প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২২ এর খসড়া মন্ত্রিপরিষদে অনুমোদনের জন্য প্রেরণের
সুপারিশ করা হয়েছে।

গতকাল ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি মন্ত্রণালয় প্রস্তাবিত ‘ভূমি অপরাধ প্রতিরোধ
ও প্রতিকার আইন, ২০২২’-এর খসড়া চূড়ান্তকরণের লক্ষ্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর
সভাপতিত্বে অনুষ্ঠিত আন্ত:মন্ত্রণালয় সভায় এসব সুপারিশ করা হয়। ভূমিসচিব মোঃ মোস্তাফিজুর
রহমান এ সময় উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী বলেন, প্রকৃত মালিকদের স্বত্ব ও দখলভোগ নিশ্চিত করা, অবৈধভাবে ভূমির
দখল রোধ ও সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধ ও দ্রুত প্রতিকার নিশ্চিত করা ভূমি অপরাধ প্রতিরোধ
ও প্রতিকার আইনের অন্যতম উদ্দেশ্য। তিনি বলেন, নাগরিকের কল্যাণের জন্যই আইন তৈরি করা
হয়। মূল্যবান ভূ-সম্পদের রক্ষা করার প্রথম দায়িত্ব আমাদের নিজেদের। এজন্য সংশ্লিষ্ট আইন
সম্পর্কেও আমাদের সবার স্বচ্ছ ধারণা থাকা উচিত।

এ বছরের জানুয়ারি মাসের ১৯ তারিখে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন প্রণয়নের
লক্ষ্যে এর প্রাথমিক খসড়া (বিল) ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সবার মতামতের জন্য প্রকাশ
করা হয়েছিল। নাগরিক ও অংশীজন থেকে প্রাপ্ত মতামতসমূহ মন্ত্রিপরিষদে অনুমোদনের জন্য
সুপারিশ আকারে প্রেরণ করা হয়েছে।

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, ভূমি
সংস্কার বোর্ডের চেয়ারম্যান সোলেমান খান, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড. অমিতাভ সরকার,
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন, ভূমি মন্ত্রণালয়ের
যুগ্মসচিব (আইন) মোঃ খলিলুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত
ছিলেন।