ভোলা, ২৪ পৌষ (৮ জানুয়ারি) :
ভোলা জেলা মনপুরা উপজেলায় আজ সকাল ১০ টায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর ২৭৫ জন নারী স্বেচ্ছাসেবক এর মধ্যে গিয়ার বিতরণ করা হয়। গিয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রওশন আরা বেগম অতিরিক্ত সচিব (প্রশাসন), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল বায়েছ মিয়া যুগ্ন সচিব (প্রশাসন), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। জনাব শায়লা ইয়াসমিন উপসচিব (প্রশাসন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শামীম মিয়া।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মিসেস সেলিনা আক্তার চৌধুরী। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ভোলার সহকারী পরিচালক জনাব আব্দুর রশিদ। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর মনপুরা উপজেলা টিম লিডার এরফান উল্লাহ চৌধুরী সহ সিপিপির ইউনিয়ন টিম লিডার ও সদস্যরা।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির যন্ত্রপাতির মধ্যে ছিল, একটি লাইফ জ্যাকেট একটি রেইনকোট একজোড়া গামবুট একটি হেলমেট ও একটি ডিগনিটি কিট।