ভোলা, ২৭ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
ভোলার মনপুরায় পুকুরের পানিতে পড়ে ৩ বছরের ১ ছেলে শিশুর মৃত্যু হয়েছে। পুকুরের পানিতে পড়ে যাওয়া ছেলে শিশুকে উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে জরুরী বিভাগের কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাইম হাসনাত শিশুটিকে মৃত ঘোষনা করেন। পরে স্বজনেরা মৃত শিশুটিকে নিয়ে নিজ বাড়ীতে চলে যায়।
মৃত শিশুটির পরিবারসূত্রে জানাযায়, বৃহস্পতিবার সকাল ৯টায় শিশুটি সকালের খাবার শেষে খেলার জন্য বাড়ীর উঠানে যায়। শিশুর মা ঘরের কাজ শেষে শিশুটির খোাঁজ করে। কোথাও শিশুটি দেখতে না পেয়ে এদিক ওদিক খোজাঁখুজি করে। পরে ঘরের পাশে থাকা পুকুরে খোঁজ করতে গেলে শিশুর লাশ পানিতে ভাসতে দেখা যায়। পরে তার ডাকচিতকারে বাড়ীর লোকজন এসে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সকাল ১১টায় জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শিশুর মৃত্যু ঘোষনা করেন।
মৃত শিশুটি হলেন, উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ শরিফের তিন বছরের ছেলে মোঃ নাঈম।
এই ব্যাপারে মনপুরা উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাইম হাসনাত জানান, শিশুটি সম্ভবত পানিতে মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার পর দেখলাম তার শরীরর খুব ঠান্ডা।