ভোলা, ২০ চৈত্র (৩ এপ্রিল) :
ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পূর্ব বাপ্তা দাখিল মাদ্রাসার নতুন ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে ওই মাদ্সারার সুপারের বিরুদ্ধে। আজ রবিবার (৩ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ও জমি দাতা মোঃ মজির উদ্দিন ভূট্ট।
তিনি জানান, প্রায় ১৯৮০ সালের দিকে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি তাদের পরিবারের সদস্যদের জমির উপর নির্মিত হয়েছে। আমরা চার ভাই মাদ্রাসার জন্য জমি দান করি। তার বাবা মোঃ মোস্তফা তালুকদার মৃত্যু আগ পর্যন্ত মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতির দায়ীত্ব পালন করেছেন। বাবার মৃত্যুর পর তারা ভাইরা সভাপতির দায়ীত্ব পালন করেছেন। কিন্তু বিগত কয়েক বছর ধরে মাদ্রাসার সুপার মোঃ মহিবুল্লাহ বিভিন্ন সময় দূর্নীতি ও অনিময়ের চেষ্টা করলে আমরা বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে গত ৩/৪ দিন আগে মাদ্রাসার সুপার গোপনে নিজের ইচ্ছেমত ম্যানেজিং কমিটি গঠন করেন। যাতে মাদ্রাসার সুপার নিজের ইচ্ছেমত অনিয়ম ও দূর্নীতি করতে পারেন।
তিনি আরো জানান, মাদ্রাসাটি ২০০০ সালে এমপিও হয়। কিন্তু আমাদের পরিবারের সদস্য সঠিকভাবে পরিচালনা করায় কোন প্রকার অনিয়ম হয়নি। তবে বর্তমানে অনিয়ম ও দূর্নীতি করে মাদ্রাসা ও সরকারি বরাদ্দের টাকা আত্মস্বাদের জন্য মাদ্রাসার সুপার নিজের ইচ্ছেমত কমিটি গঠন করেছেন। এ কমিটি বাতিল করে নতুনভাবে কমিটি গঠনের দাবি করেন তিনি।
এ ব্যাপারে মাদ্রাসার সুপারের সাথে যোগাযোগ করার জন্য তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করলেও সে রিসিভ করেনি।