ভোলা প্রতিনিধি, ৬ অগ্রহায়ণ (২১ নভেম্বর):
ইউপি নির্বাচনে ৪র্থ ধাপের আগামী ২৩ ডিসেম্বর ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতিক দিয়ে চেয়ারম্যান পদে (দলীয়) প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।
আজ রোববার দুপুরে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- পক্ষিয়া ইউনিয়নে মোঃ আবুল কালাম, টবগী ইউনিয়নে মোঃ জসিম হাওলাদার, হাসান নগর ইউনিয়নে মোঃ আবেদ চৌধুরী, কুতুবা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ নাজমুল আহসান জোবায়েদ মিয়া, কাচিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আঃ রব কাজী, দেউলা ইউনিয়নে মোঃ শাহজাদা তালুকদার, বড়মানিকা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হায়দার।
আওয়ামী লীগের মনোনীত এই ৭ জন প্রার্থী আগামী ২৩ ডিসেম্বর ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে লড়বেন।