টিপু সুলতান, ভোলা, ১১ কার্তিক (২৭ অক্টোবর):
ভোলা হবে শান্তিপূর্ন নিরাপদ বাসযোগ্য জেলা; ভোলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম ভোলার সাংবাদিকদের সাথে পরিচিতি অনুষ্ঠান এ কথা বলেন। এ সময় তিনি সাংবাদিকদের কাছ থেকে ভোলার আইন শৃংখলা পরিস্থিতিসহ বিভিন্ন করনীয় জানতে চাইলে সাংবাদিকরা পুলিশ সুপারকে ভোলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
সাংবাদিকদের সকলের কথা মনযোগসহকারে শুনে পুলিশ সুপার বলেন, জেলার প্রতিটি মানুষকে নিরাপদে বাস করার ব্যাবস্থা করবেন সর্বপ্রথম। সামনের পুলিশ নিয়োগ পরিক্ষা নিয়ে তিনি বলেন, নিয়োগ পরিক্ষা হবে সর্বকালের নিরপেক্ষ নিয়োগ পরিক্ষা। কোন প্রকার টাকা পয়সা দিয়ে প্রতারিত না হওয়ার জন্যও অভিবাবকদের সতর্ক করেছেন তিনি। এবারের পুলিশ নিয়োগ প্রক্রিয়া পুলিশ হেডকোয়াটার্স ই সিস্টেমের মাধ্যমে ৯৯ শতাংশ নিরপেক্ষ করে ফেলেছেন। শতভাগ নিরপেক্ষ নিয়োগ হবে।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ন নির্বাচন। নির্বাচনে পুলিশ সম্পূর্ন নিরপেক্ষ ভূমিকা পালন করবে।
সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে একটি ইউনিট করার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন সদ্য যোগদান করা পুলিশ সুপার। এ সময় আরো উপস্থিত ছিলেন এ্যাডিশনাল এসপি আবুল কালাম আজাদ, সদর সার্কেল মহসিন আল ফারুক। এ সময় ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, সিনিয়র সাংবাদিক এম হাবিবুর রহমান, আজকের ভোলা সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, প্রেসক্লাব সম্পাদক অমিতাব রায় অপু, জুন্নু রায়হান, নাসির লিটন, এডভোকেট সাহাদাত হোসেন শাহিন, নেয়মত উল্লাহ, এম হেলার উদ্দিন, কামরুল ইসলাস, মনিরুল ইসলাম, ভোলা নিউজ সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম, হাসনাইন মুন্নাহ, আদিল হোসেন তপু ইয়াসিনুল ইমন, এছাড়াও সদর থানার ওসি এনায়েত হোসেন ও ডিআই ওয়ান জাকির হোসেন উপস্থিত ছিলেন।