পোর্ট লুইস (মরিশাস), ৭ আগস্ট :
মরিশাসে বাংলাদেশ হাইকমিশন শোকের মাস আগস্টে দুস্থদের মাঝে বাংলাদেশি খাদ্য
সামগ্রী বিতরণ করে। কোভিড-১৯ এর প্রেক্ষিতে মরিশাস সরকার কর্তৃক আরোপিত
প্রটোকল প্রতিপালন সাপেক্ষে নাও-ই-সান সোস্যাল সার্ভিস, ভ্যালিপিটোতে ৩৫ জন দুস্থ
ব্যক্তির হাতে বাংলাদেশি খাদ্য সামগ্রীর একটি ব্যাগ তুলে দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে
মরিশাস সরকারের উপ-প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার ও দুর্যোগ ব্যবস্থাপনা
মন্ত্রণালয়ের মন্ত্রী ড. মোহাম্মদ আনোয়ার হসনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীগণ, মরিশাসের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও
প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের
সকল শহিদ সদস্যের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার
সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং বাংলাদেশ ও মরিশাসের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায়
বিশেষ মোনাজাত করা হয়।
মরিশাসে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রেজিনা আহমেদ প্রথমেই জাতির পিতাসহ
১৫ই আগস্টের কালো রাতে শহিদ সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তিনি মরিশাসের সাধারণ জনগণকে ধন্যবাদ দিয়ে বলেন যে, তাঁরা বিভিন্ন সময়ে
প্রবাসী বাংলাদেশি কর্মীদের খাদ্য সহায়তা করে থাকেন এজন্য দূতাবাস তাঁদের প্রতি
কৃতজ্ঞ। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের কার্যক্রম দু-দেশের জনগণের মধ্যে
বিদ্যমান সম্পর্ককে সুদৃঢ় করবে।
মরিশাস সরকারের মন্ত্রী ড. মোহাম্মদ আনোয়ার হসনু তাঁর বক্তব্যের শুরুতেই
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহিদের আত্মার
মাগফেরাত কামনা করেন। তিনি বাংলাদেশ হাইকমিশনের এই মহান উদ্যোগের ভূয়সী প্রশংসা
করেন। কোভিড-১৯ প্রেক্ষাপটে মিশনের এই মানবিক সহায়তা এ সকল পরিবারকে এই
অতিমারির সময়ে সাহায্য করবে।