সোহরাব হোসেন, গাজীপুর প্রতিনিধি:

বুধবার(৩১ জানুয়ারী) বাংলাদেশ ভলিবল ফেডারেশন আয়োজিত মহান বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতার বর্ণিল ও প্রতিদ্বন্দীতা পূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় শহিদ নুর হোসেন ভলিবল স্টেডিয়ামে। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

জনাব আশিকুর রহমান মিকু(সাধারণ সম্পাদক, বাংলাদেশ ভলিবল ফেডারেশন) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জনাব মোঃ আমিনুল ইসলাম, এনডিসি, সচিব- জাতীয় ক্রীড়া পরিষদ।
তিনি তার বক্তব্যে বলেন আমি ক্রীড়া পরিবার থেকে উঠে এসেছি, ছাত্র জীবন থেকে খেলাধুলার প্রতি আমার বিশেষ দূর্বলতা রয়েছে।তাই আমার দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ সজাগ রয়েছি।আজকের অনুষ্ঠানে মাধ্যমে সম্পর্কের বা যোগাযোগের শুরু। আমাদের যেতে হবে বহুদূর, সরকারের গৃহিত কর্ম পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা চাইলেন। সভাপতি তার বক্তব্যে বলেন ভলিবল কে গ্রামীন জনগোষ্ঠীর মাঝে জনপ্রিয় করার জন্য বাংলাদেশ ভলিবল ফেডারেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের কর্তা ব্যক্তিদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ আজকের ফাইনাল খেলায় পিডিবি ৩-১ সেটে নৌ বাহিনীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশ বিমান বাহিনী।