মেঘ ধরি বারান্দায় শৃঙ্খলে যাপিত উল্লাসে ঢাকা

আমাদের শহরেও রোদ্দুর আসে আষাঢ়ের বৃষ্টির ফাঁকে

স্যাঁতস্যাঁতে দেয়ালের ওপর গজে ওঠা সবুজ শ্যাওলার
মতো
প্রানবন্ত অথচ শিকড়হীন কেবলই আকরে ধরে বেঁচে
থাকা।
বাইরে যাওয়া বারন কালের অভিশাপ আসে ধেয়ে

এক মুঠো ভাত উত্তপ্ত উনুনে ফোটে সময়ের সাক্ষী হয়ে

ধূসর চোখে সয়ে যায় লাশ মিছিলের নিরব স্লোগান

কাঙ্খিত পথ আধারে ঢাকা জাগে ভাবনার বিস্ফোরণ।

বারান্দায় বসে মেঘ ধরি,রোদ ছায়া মাখি ধরি সমুদ্দুর

অপলক চেয়ে থাকি দূরে গন্তব্যহীন, মহামারীর দিনগুলি।