ঢাকা, ৬ আষাঢ় (২০ জুন) :

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, মাদকদ্রব্যের অপব্যবহার
রোধকল্পে আমাদের স্ব স্ব অবস্থান থেকে সবাইকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সামাজিক পরিবেশ কোনোভাবে বিঘ্নিত হতে দেয়া যাবে না। এখনই সময় মাদকের বিরুদ্ধে
সামাজিক আন্দোলন গড়ে তোলার।

মন্ত্রী আজ লালমনিরহাট সার্কিট হাউজের সম্মেলন কক্ষে মাদকদ্রব্যের
অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত
কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা
বলেন।

এ সময় সমাজের সকল স্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান
জানিয়ে মন্ত্রী বলেন, আগামী দিনের নাগরিক, শিশুদেরকে মানুষের মতো মানুষ হিসাবে
গড়ে তোলার জন্য মাদককে ঘৃনা করতে হবে। মাদকদ্রব্য রোধে শুধু প্রশাসনের উপর
নির্ভরশীল হয়ে থাকলে হবে না। অভিভাবক, জনপ্রতিনিধিসহ সমাজের সকল সচেতন
ব্যক্তিকে মাদক রোধকল্পে ভূমিকা পালন করতে হবে।

লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের
সহযোগিতায় কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আবু জাফর। বিশেষ
অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক এডভোকেট মতিয়ার রহমান,
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চিকিৎসা পুনর্বাসন পরিচালক ডা. মাসুদ হোসেন,
কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এডভোকেট সফুরা বেগম রুমী, ১৫ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মেজর আসিফুর ইসলাম সিদ্দিক, রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক শাহ্ সুফী
নুর মোহাম্মদ, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, সিভিল সার্জন ডা.
নির্মলেন্দু রায়।

কর্মশালায় মাদকদ্রব্য রোধকল্পে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণপূর্বক
মতামত নেয়া হয়। এ সময় জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী
অফিসার, শিক্ষক, ইমাম, পুরোহিত ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।