কাজী কামরুল আলম, মাদারীপুর, ১০ শ্রাবণ (২৫ জুলাই) :
বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ স্লোগানে মাদারীপুরে শুরু
হয়েছে ৭দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২২। সোমবার (২৫ জুলাই) সকালে
মাদারীপুর শকুনি লেকের পাড় স্বাধীনতা অঙ্গনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে
শুরু বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।
এ সময় ড. রহিমা খাতুন বলেন, মাদারীপুরের প্রতিটি ইউনিয়নে বিশেষ করে খেজুর,
সোনালু, জারুল, কৃষ্ণচুড়া গাছের চারা লাগানো হবে। কৃষকের জমির যে আইল আছে, এই
আইলে খেজুর গাছের চারা লাগানোর জন্য কৃষকদের মাঝে আমরা বিনামূল্যে খেজুর গাছের
চারা বিতরণ করবো। এবং যে কৃষক সবচেয়ে বেশি খেজুর গাছের চারা লাগাবে তাদের মধ্য
থেকে আমরা পুরস্কার বিতরণ করবো। এছাড়াও তিনি বলেন, যারা নার্সারী ভাইয়েরা আছেন
তাদের অনুরোধ করবো আমার এই শকুনী লেকের পাড়টা গাছে গাছে ভরে দিবেন।
ফরিদপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুছ ভূইয়ার
সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গোলাম মোস্তফা
রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শিমুল কুমার সাহা, পৌর মেয়র খালিদ হোসেন
ইয়াদ, মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: আশরাফ আলী, জেলা মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ আসলাম হোসেন, মাদারীপুর বন বিভাগের
ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম খান, বিভিন্ন নার্সারীর মালিক, স্কুল কলেজের
শিক্ষার্থীসহ অনেকেই। অনুষ্ঠান সঞ্চালন করেন আবৃত্তি শিল্পী ও সাংবাদিক আঞ্জুমান জুলিয়া।
মেলায় বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হর্টিকালচারসহ মোট ৯টি স্টল বসছে।
মেলায় দর্শনার্থীরা প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পযর্ন্ত ঘুরতে পারবে এবং পছন্দমত
সুলভ মূল্যে গাছের ক্রয় করতে পারবে। প্রতিদিনি সন্ধ্যায় মেলায় থাকছে মনোমুগ্ধকর
সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের সভাপতি ফরিদপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন
কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুছ ভূইয়া স্কুল কলেজের শিক্ষার্থীদের ৩টি করে গাছ লাগানোর
আহবান জানান এবং জেলায় মোট এক হাজার গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে
বিতরণ করার ঘোষণা দেন। এছাড়াও মেলায় সদর উপজেলার মঠের বাজার এলাকার
বাসিন্দা রিক্সাচালক বৃক্ষপ্রেমী কাজী জগলুল মূলক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
করতে দেখা গেছে। তিনি জানান পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গত ছয় মাস ধরে আমি
বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে গাছে চারা বিতরণ করি। তিনি আরো বলেন, আমি ১০০ টাকা
আয় করলে ৪০ টাকা রেখে দেই গাছের চারা ক্রয় করার জন্য।
এ সময় উপস্থিত শিক্ষার্থীরা তাকে ধন্যবাদ জানান এবং এর মতো প্রকৃতপ্রেমী যাতে আরো বৃদ্ধি পায় সেই আহবান জানান। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি স্টলগুলো ঘুরে দেখেন।