১০ আশ্বিন (২৫ সেপ্টেম্বর):
মাদারীপুর জেলা প্রতিনিধি
র্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এর নেতৃত্বে ২৪ সেপ্টেম্বর ২০২২ইং তারিখ গভীর রাতে মাদারীপুরের রাজৈর থানাধীন পাট্রাবুকা সাকিনস্থ হিরন আক্তার (৩২), স্বামী-হাসান তালুকদার, পিতাঃ মৃত বুর্জুক খন্দকার এর দক্ষিণ ভিটির চৌচালা টিনের বসত ঘরের সামনে অভিযান পরিচালনা করে আসামী ১। হিরন আক্তার (৩২), স্বামী- হাসান তালুকদার পিতাঃ মৃত বুর্জুক খন্দকার, মাতাঃ চেয়ারন বেগম, সাং-পাট্রাবুকা, ডাকঘর-শংকরদী, থানা-রাজৈর, জেলা-মাদারীপুরকে আটক করে। এসময় আটককৃত আসামীর নিকট হতে দুই হাজার সাতশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট ও দেশীয় তৈরী চোলাইমদ-৩০(ত্রিশ) লিটার, মাদক বিক্রয়ের মাধ্যমে অর্জিত ৬৩,০০০/- হাজার টাকা মাদক ক্রয় -বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল, ০১টি সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার রাজৈর থানাসহ বিভিন্ন এলাকায় ইয়াবা ও মদসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবা, মদ ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার রাজৈর থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে।