মাদারীপুর, ২৪ শ্রাবণ (৮ আগস্ট) :
মাদারীপুরের ডাসারে ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমীর দশম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ইভটিজিংয়ের অভিযোগে তুষার বেপারী (২০) নামের এক যুবককে গেপ্তার করেছে ডাসার থানা পুলিশ। সে উপজেলার পশ্চিম মাইজপাড়া হামিদ বেপারীর ছেলে। রোববার (৭ আগস্ট) ঐ যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন ইভটিজিংয়ের শিকার শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুষার প্রায়দিন দশম শ্রেণির শিক্ষার্থীকে মাধ্যমিক বিদ্যালয়ে আসা ও যাওয়ার পথে উত্যক্ত করত। আজ সকাল ৯ টার দিকে মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার পথে উপজেলার ধামুসা আমিনুলের বাড়ীর সামনে পাকাঁ রাস্তার পাশে উত্যক্ত ও শ্লীলতাহানীর চেস্টা করে সে।
এসময় স্থানীয়রা ও ইভটিজিংয়ের শিকার ঐ শিক্ষার্থীর পরিবার টের পেয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। পরে ডাসার থানার এস আই শাহাবুদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে মাইজপাড়া এলাকা থেকে যুবককে গেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ডাসার থানার ওসি মো: হাসানুজ্জামান বলেন, শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে এক যুবককে গেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এবং এ ধরনের ঘটনা যাহাতে আর না হয় সে ব্যাপারে আমাদের নজরদারি জোড়দার করা হবে।